Notice Board Details

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা প্রোগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা প্রোগ্রাম (নাখালপাড়া, তেজগাঁও)


ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, সচেতন করি

চলতি বছরে এডিস মশার প্রভাবে ডেঙ্গু এর বিস্তার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে জনসচেতনতা।

ইতিমধ্যে “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, সচেতন করি” এই স্লোগানে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ  প্রোগ্রাম এর আয়োজন স্থল এর বিস্তারিতঃ

লুকাস মোড় – নাবিস্কো মোড় (আরো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে),

নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা

সকাল ১০:০০ থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত

(৯ঃ৪০ এ আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর স্বেচ্চাসেবীরা লুকাস মোড়ে থাকবে, ইনশাআল্লাহ)

এ সময় জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিন্মলিখিত উদ্যোগ গ্রহণ করা হবেঃ

১। জমে থাকা/ আবদ্ধ পাত্রে থাকা (মশার প্রজনন হতে পারে) পানি পরিস্কার কার্যক্রম ও জনসচেতনতা তৈরি করা।

২। আবাসস্থলের আশেপাশের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও উদ্বুদ্ধকরণ।

৩। জনসচেতনতা মূলক লিফলেট ও স্টিকার বিতরণ।

৪। ফগার/স্প্রে মেশিন এর ব্যবহারসহ ও বিবিধ কার্যক্রম।

 

আপনাদের সকলদের উপস্থিতি কামনা করছি।