"আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে স্বাগতম!
"আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর সদস্য পদ প্রাপ্তি আবেদনের প্রযোজ্য শর্ত গুলো হলঃ
ফাউন্ডেশনের প্রাথমিক সদস্যপদ আবেদনের জন্য
১। এস এস সি রেজিস্ট্রেশন শিক্ষাবর্ষ ১৯৯৮ সালে অথবা
২। এস এস সি উত্তীর্ণ ২০০০ সালে অথবা
৩। এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ হতে হবে।
"আমরাই কিংবদন্তী" ফেসবুক গ্রুপ ১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করলেও, "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়েন্ট স্টক রেজিস্ট্রার এর দপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়।
প্রাথমিক ভাবে প্রাথমিক, আজীবন ও দাতা/ডোনার সদস্য এর আবেদন গ্রহণ করা হলেও কার্যক্রম বিস্তৃতির জন্য ব্যাচমেট সদস্য এর বাহিরে পরবর্তীতে স্বেচ্ছাসেবী সদস্যও অন্তর্ভুক্ত করা হবে।
১।
প্রাথমিক সদস্যঃ
২০০ টাকা জমা দিয়ে আবেদন করবে, শর্ত পূরণ ও যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে প্রতি মাসে ১০০ টাকা ফি মাসিক চাঁদা হিসেবে দিবেন।
২।
আজীবন সদস্যঃ
২০০ টাকা জমা দিয়ে আবেদন করবে, আজীবন সদস্য একটি সম্মানিক পদবী, আজীবন সদস্য হিসেবে
অন্তর্ভুক্ত হওয়ার জন্য এককালীন পঞ্চাশ (৫০) হাজার টাকা বা সম মূল্যমান কোন স্থায়ী সম্পদ
প্রদান সাপেক্ষে অথবা ফাউন্ডার সদস্য এবং নির্বাহী কমিটি যৌথভাবে যদি ফাউন্ডেশনের দীর্ঘ মেয়াদী
কল্যাণে কোন সদস্যকে ফাউন্ডেশনের জন্য কল্যাণকর মনে করে তাহলে সেই সদস্যকে আজীবন সদস্য
হিসেবে নিতে পারবে।
৩।
ডোনার/ দাতা সদস্যঃ
২০০ টাকা জমা দিয়ে আবেদন করবে, এককালীন চল্লিশ (৪০) হাজার টাকা বা সম মূল্যমান অথবা অধিক
মূল্যের স্থায়ী সম্পদ প্রদান এবং প্রতিমাসে ১০০ চাঁদা প্রদানের সম্মতি সাপেক্ষে একজন আবেদনকারী
ডোনার/দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন।
আজীবন, দাতা/ডোনার সদস্যের প্রাপ্তি ও সীমাবদ্ধতাঃ
** আজীবন, দাতা/ডোনার সদস্য এর নাম আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর অনার/সম্মাননা বোর্ড এ প্রদর্শিত হবে।
** আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর বিভিন্ন জনহিতকর ও সামাজিক এবং বিভিন্ন আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগ পাবেন।
** আজীবন, দাতা/ডোনার সদস্য প্রতিটি ক্ষেত্রে বিশেষ মর্যাদা পাবেন, কিন্তু কোন কর্তৃত্ব প্রয়োগের সুযোগ পাবেন না।
নোটঃ
১। যে কোন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে। (প্রযোজ্য ক্ষেত্রে)
২। মাসিক চাঁদা নিয়মিত প্রদান করার অনুরোধ রইল।
৩। আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর সুনাম ক্ষুণ্ণ হয় এমন সকল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
৪। একই সঙ্গে দুই বা ততোধিক, একই শ্রেনীর সংগঠনের সাথে সংযুক্ত না থেকে নিদিষ্ট একটিতে সংযুক্ত থেকে কাজ করা-ই শ্রেয়।
৫। স্বেচ্ছাশ্রম এর সাথে কোন বিনিময় সংযুক্ত থাকে না, তাই বিনা স্বার্থে কাজ করার মানসিকতা থাকতে হবে।
যথাযথ আবেদন ফর্ম পূরণ ও ডকুমেন্ট সাবমিট সাপেক্ষে, যাচাই-বাচাই পরবর্তীতে সদস্য পদ প্রাপ্তি/অবস্থা সম্পর্কে
ই-মেইল এর মাধ্যমে নিশ্চিত করা হবে। দয়া করে
ইমেইল (স্পাম) নোটিফিকেশন লক্ষ্য রাখুন। একই সঙ্গে আবেদন কালীন প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড সদসপদপ্রাপ্তি পরবর্তী LOGIN করার জন্য সংরক্ষণ করুন।
*** আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন বৃহত্তর/ সামগ্রিক স্বার্থে যে কোন নীতি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারবে।