News Details

কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল এর তৃতীয় আসরের শিরোপা "সি কে টাইগার্স” এর ঘরে।

শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ রাজধানীর উত্তরা’স্থ এস ডি আই মাঠে অনুষ্ঠিত কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল এর তৃতীয় আসরের শিরোপা জয় করেছে “সি কে টাইগার্স”। 
আটটি দল নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে আয়োজনটি সাজানো সম্পন্ন হয়। ফাইনালে “সি কে টাইগার্স” ১ম আসরের চ্যাম্পিয়ন “আর এম জি রয়েলস” কে ট্রাইবেকারে  ২-১ গোলে পরাজিত করে। 

এর আগে প্রথম সেমিফাইনালে "সিকে টাইগার্স " দল "ওয়াই টু কে চ্যালেঞ্জার্স" কে ১-০ গোলে পরাজিত করে।

এবং দ্বিতীয় সেমিফাইনালে  "মাইটি সিক্সার্স" দল কে "আর এম জি রয়েলস" ২-০ গোলে পরাজিত করে।
 
উল্লেখ্য যে, এই আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং সাবেক দেশ সেরা স্টাইকার রোকনুজ্জামান কাঞ্চন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিবরনীতে উপস্থিত ছিলেন।  
আয়োজনে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৪৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দল ২৫ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি গ্রহণ করেন। 
সর্বাধিক গোলদাতার পুরস্কার গ্রহণ করেন "আর এম জি রয়েলস” এর “সোহাগ”।  
সেরা খেলোয়ার "সি কে টাইগার্স" এর নুর আলম। এবং সেরা গোলকিপার "সি কে টাইগার্স" এর পাভেল।
আয়োজনে অংশগ্রহণকারী অন্য দল গুলো হলঃ মাইটি সিক্সারস, ওয়াই টু কে চ্যালেঞ্জার্স, ওল্ড স্টার, ঢাকাইয়া কিংস, দুরন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কর্পোরেট  ফ্রেন্ডস।

এই আয়োজনের পৃষ্ঠপোষক  ছিল “রংপুর স্টিল" এবং "এফ এন এফ টুরস অ্যান্ড ট্রাভেলস”।  

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে। বন্ধুদের একত্রিত করে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার প্রয়াসে এবং বিশ্বকাপের আমেজকে সামনে রেখে প্রথম বারের মত এই আয়োজনটি করা হয়। 

দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ফুটবল খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। 
 

ধন্যবাদ!