News Details

কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল এর দ্বিতীয় আসরের শিরোপা জয় করেছে “নাইন্টি’স মাস্টারমাইন্ড”

শুক্রবার ১৫ ডিসেম্বর ২০২৩ রাজধানীর গ্রীন ভিল আউটডোর’স মাঠে অনুষ্ঠিত কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল এর দ্বিতীয় আসরের শিরোপা জয় করেছে “নাইন্টি’স মাস্টারমাইন্ড”। 

ফুটসাল কার্নিভ্যালে দশটি দল নিয়ে রাউন্ড রবিন লীগ ফরম্যাটে আয়োজনটি সম্পন্ন হয়। ফাইনালে “নাইন্টিস মাস্টারমাইন্ড” দল “টিম মাইটি সিক্সারস” কে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করেন। আয়োজনের সেরা খেলায়ার এর পুরস্কার পায় মাইটি সিক্সারস এর ইফতেখার রাসেল এবং সেরা গোলরক্ষক এর পুরস্কার পায় নাইন্টিস মাস্টার মাইন্ড এর সানোয়ার হোসেন বাবু। আয়োজনে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৪০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দল ২৫ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি গ্রহণ করেন।

এই আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ কায়সার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফুটসাল কার্নিভ্যাল এর টাইটেল স্পন্সর ছিল “রংপুর স্টিল” এবং কো-স্পন্সর ছিল “রোভার টুরস”।

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে। বন্ধুদের একত্রিত করে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার প্রয়াসে এবং বিশ্বকাপের আমেজকে সামনে রেখে প্রথম বারের মত এই আয়োজনটি করা হয়।

দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ফুটবল খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।