১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করা অনলাইন গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী), আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন হিসাবে ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়েন্ট স্টক রেজিস্ট্রার এর দপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়।
হাটি-হাটি পায়ে এগিয়ে চলা ফাউন্ডেশন আজ ৫ম বছরে পদার্পণ করছে, আপনাদের সকলের আন্তরিকতায় ও ভালোবাসায়।
প্রতিষ্ঠা লগ্ন থেকে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই স্লোগানকে ধারন করে মানবিক কাজে জড়িত রয়েছে। সেই চলমান ধারাবাধিকতায় গত এক বছরেও বিভিন্ন কার্যক্রমে নিজেদের যুক্ত রেখেছে এই ফাউন্ডেশন।
প্রতিষ্ঠার এই শুভক্ষণে সংক্ষিপ্তভাবে ফাউন্ডেশনের গত এক বছরের উল্লেখযোগ্য কিছু অর্জন ও কার্যক্রম তুলে ধরা হলঃ
অর্জনঃ
১। ১ আগস্ট ২০২৩ থেকে জিগাতলা, ধানমন্ডি অফিস এর যাত্রা শুরু করেছে।
২। আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর লোগো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক'স এর দপ্তর থেকে #ট্রেডমার্ক'স নিবন্ধন প্রাপ্তির সার্টিফিকেট গ্রহণ করে ৮ জানুয়ারী ২০২৩ এ।
কার্যক্রমঃ
#ক্ষুদ্র_প্রয়াসে_পাশে_আছি (খাবার বিতরণ কার্যক্রম)
১। শুক্রবার ২৮ জুলাই ২০২৩ জামিয়া ইসলামিয়া মারকাজুল উলূম মাদ্রাসা ও এতিমখানা, রাজফুলবাড়িয়া, সাভার এ অসহায়/এতিম শিশুদের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার করে দেওয়া হয়।
২। শুক্রবার ২১ জুলাই ২০২৩ তাহজীবুল উম্মাহ আশরাফুল মালা মাদ্রাসা ও এতিমখানা, হাজারীবাগ এ অসহায়/এতিম শিশুদের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার করে দেওয়া হয়।
৩। গুলিস্তান স্টেডিয়াম সংলগ্ন মসজিদ এলাকায় খাবার বিতরণ করা হয় শুক্রবার ১০ মার্চ ২০২৩, প্রায় ২০০+ মানুষের মাঝে।
৪। ৩ মার্চ ২০২৩ মাদ্রাসাতুস সুফফা আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, পূর্ব গোরান, ঢাকাতে অসহায়/এতিম শিশুদের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার করে দেওয়া হয়।
৫। ২৪ ফেব্রুয়ারী ২০২৩ মারকাযুস সুন্নাহ (মাদ্রাসা ও এতিমখানা), দক্ষিণ বনশ্রী তে এ অসহায়/এতিম শিশুদের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার করে দেওয়া হয়।
৬। ১৭ ফেব্রুয়ারী ২০২৩ তাহজীবুল উম্মাহ আশরাফুল মালা মাদ্রাসা ও এতিমখানা, হাজারীবাগ এ এ অসহায়/এতিম শিশুদের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার করে দেওয়া হয়।
৭। শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা'র এয়ারপোর্ট হাজি ক্যাম্প সংলগ্ন একটি এতিমখানা'য় অসহায়/এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও শীতের পিঠা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৮। ২ ডিসেম্বর ২০২২ খাবার বিতরণ করা হয়ঃ হাজারীবাগ বালুমাঠ সংলগ্ন একটি এতিমখানায়। একবেলা খাবারের পাশাপাশি ১ বস্তা চাউল ও ৫ লিটার তেল দেওয়া হয়।
৯। অসহায় মানুষের মাঝে খাওয়ার বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ২৫ নভেম্বর ২০২২ সংসদ ভবন ও পান্থপথ সংলগ্ন এলাকা।
১০। ১৫ নভেম্বর SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) গ্রুপ এর বর্ষপূর্তি উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
১১। ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর এর শেষ সপ্তাহে ১০০১ বক্স সবজি-খিচুড়ি ও ডিম বিতরণ করা হয়,
রুট ১: মোহাম্মদপুর-শ্যামলী-৬০ ফিট-মিরপুর
রুট ২: সিটি কলেজ-নিউমার্কেট-আজিমপুর কবরস্থান- ঢাকা মেডিক্যাল- শহীদ মিনার। (এক দিনে এটি-ই ছিল সর্বাধিক বিতরণ)।
১২। ২৮ অক্টোবর ২০২২ এর খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় হাজারীবাগ বেড়িঁবাধ সংলগ্ন দুটি এতিমখানা ও কিছু অসহায় মানুষের মাঝে।
পুরো #রমাদান_খাবার_বিতরণঃ
পবিত্র মাহে রমাদানে টানা ২৯ দিনে, ঢাকা সহ বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ১০ হাজার বক্স রান্না খাবার বিতরণ করা হয়; ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি শ্লোগানে।
ক। আগস্ট ২০২৩ এ ডেঙ্গু সচেতনতা তৈরীর লক্ষ্যে, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ধানমন্ডি, মিরপুর ও বনানী এলাকায়।
খ। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ১৯ অক্টোবর ২০২২ বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদ, জিসি মোড়, দুই নাম্বার গেইট সংলগ্ন বিভিন্ন সড়কে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
গ। ৩০ সেপ্টেম্বর ২০২২ ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, সচেতন করি এই শ্লোগানে লুকাস মোড় - মরন আলী সড়ক - নাবিস্কো সড়ক (আরো বিভিন্ন সড়ক), তেজগাঁও, ঢাকা বিভিন্ন সড়কে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
ক। পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে গিয়ে শুক্রবার, ৩০ জুন ২০২৩ ঈদের ২য় দিন সন্ধ্যায় ঈদ আনন্দ ভাগাভাগির প্রয়াস থেকে নগরীর
==> ২৫০ শয্যা টিবি হাসপাতাল, শ্যামলী ও
==> শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
রোগী ও স্বজনদের মাঝে প্রায় ৬০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
খ। ঈদ উল আযহা উপলক্ষে সাময়িক অসুবিধাগ্রস্থ ব্যাচমেট সদস্যদের মাঝে ঈদ উপহার প্রেরণ করা হয়।
গ। ঈদ উল ফিতর উপলক্ষে সাময়িক অসুবিধাগ্রস্থ ব্যাচমেট সদস্যদের মাঝে ঈদ উপহার প্রেরণ করা হয়।
ক। প্রজেক্ট অবলম্বন- ৩৬ এর অনুকূলে একজন নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
খ। প্রজেক্ট অবলম্বল- ৩৭ এর অনুকূলে একজন পুরুষ উদ্যোক্তাকে মূলধন হিসাবে চা পাতা ও লিকুইড মিল্ক হস্তান্তর করা হয়।
গ। প্রজেক্ট অবলম্বল- ৩৮ এর অনুকূলে একজন পুরুষ উদ্যোক্তাকে মূলধন হিসাবে ফল ও বিক্রয়ের জন্য মেরামতকৃত ভ্যান হস্তান্তর করা হয়।
ঘ। প্রজেক্ট অবলম্বন- ৩৯ এর অনুকূলে একজন নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
ঙ। প্রজেক্ট অবলম্বল- ৪০ এর অনুকূলে একজন পুরুষকে জীবিকা নির্বাহের জন্য একটি ভ্যান গাড়ী হস্তান্তর করা হয়।
চ। প্রজেক্ট অবলম্বন- ৪১ এর অনুকূলে একজন নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
ছ। প্রজেক্ট অবলম্বল- ৪২ এর অনুকূলে একজন পুরুষকে জীবিকা নির্বাহের জন্য একটি রিকশা হস্তান্তর করা হয়।
জ। প্রজেক্ট অবলম্বন- ৪৩ এর অনুকূলে একজন মা'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
ঝ। প্রজেক্ট অবলম্বন- ৪৪ এর অনুকূলে একজন বোন'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
#প্রজেক্ট_অবলম্বন (ব্যাচমেট এর জন্য সহায়তা কার্যক্রম)
১৪ অক্টোবর ২০২২ অগ্নীকান্ডে পুড়ে যাওয়া একজন ব্যাচমেট সদস্য কে ব্যবসা পুনরায় চালু করতে এক লক্ষ টাকা মূলধন প্রদান করা হয়।
একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, আরাজী ঝাড়গাও ভেলাজান, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এ পেট্রোকেম এ বি এ সিরাজউদ্দৌলা স্কলারশিপ প্রদান প্রোগ্রামের ১২তম কিস্তি মে ২০২৩ এ সমাপ্ত হয়।
প্রথমত, হাজারীবাগ'স্থ একটি এতিমখানায় ৭৫ টি শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দ্বিতীয়ত, গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় এক হাজার (১০০০) অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তৃতীয়ত, ব্যাংক টাউন- সাভারের একটি এতিমখানায় ৫০টি শিশুর মাঝে শীতবস্ত্র এবং তাদের জন্য দুটি বড় সাইজের মশারী বিতরণ করা হয়।
চতুর্থ, একতা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং, ঠাকুরগাঁও এর ৬৫ জন ছাত্র এর হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র।
#ইচ্ছে_পূরণ (প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম)
ইচ্ছে পূরণ ৪ এর অনুকূলে শুক্রবার ২১ অক্টোবর ২০২২, নুরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, নওপাড়া, ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ এ একটি থ্রি হুইলার অটো, ৭ টি হুইল চেয়ার, একজোড়া ক্র্যাচ হস্তান্তর ও একবেলা খাবারের আয়োজন করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য।
ফাউন্ডেশনের #বর্ষপূর্তি_উদযাপনঃ
আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের চতুর্থ বর্ষের পদার্পণ উদযাপন উপলক্ষে ৫ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যায় ধানমন্ডি রবীন্দ্র সরোবর এ সড়কের অসহায়, পথ শিশুদের সাথে কেক কেটে এবং পরবর্তীতে মোরগ পোলাও বিতরণ করা হয়।
ধন্যবাদ!