News Details

১০০ অসহায় পরিবারের মাঝে ‘জেসিআই ঢাকা কসমোপলিটন’ ও ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র ঈদ উপহার

অসহায়, ছিন্নমূল মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ১০০ এর অধিক পরিবারের মাঝে ঈদ উপহার অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে “জেসিআই ঢাকা কসমোপলিটন” ও “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” গত সোমবার (২ মে ২০২২)।

এর আগে ২টি সংগঠন পুরো রমজান মাস জুড়ে ধানমন্ডি ও উত্তরা ২টি স্পট থেকে মোট ১৫,০০০ এর অধিক বক্স রান্না খাবার বিতরণ করেন অসহায়, ছিন্নমূল, ও অসুবিধাগ্রস্থ মানুষের মাঝে। চলমান মহতী এই প্রকল্পটির নাম “প্রজেক্ট হাসিমুখ”।

“জেসিআই ঢাকা কসমোপলিটন” ও “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। তার মাঝে অন্যতম হচ্ছে কোভিড ১৯ কালীন বিগত রমজান মাসেও ৩০ দিন খাবার বিতরণ, ঢাকার ২টি বৃদ্ধাশ্রমে নিয়মিত খাবার সরবরাহ, এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান।

সংগঠন ২টির পক্ষ থেকে আগামী দিনেও সম্মিলিত ভাবে সমাজের অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিস্তারিত সংবাদ লিংকঃ 

https://chottalanews.com/archives/17629