Blog Details

ইচ্ছে পূরণ

ইচ্ছে পূরণ কি?

ইচ্ছে পূরণ, আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি বিশেষ কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে এটি কিছুটা হলে ও ভূমিকা রাখবে। 

কাদের জন্য ইচ্ছে পূরণ?

আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা শারীরিক বা মানসিক ভাবে, কোন না কোন ভাবে অসুবিধাগ্রস্থ। ইচ্ছে থাকলেও তাদের অনেক কিছু প্রকাশ করতে পারে না, নানান প্রতিবন্ধকতার কারনে। অদম্য ইচ্ছে শক্তি নিয়ে জন্ম নিলেও এই সমাজে তারা নানান ভাবে অবহেলিত, অথবা সমাজ তাদেরকে অনেক কিছু ইচ্ছে থাকলেও দিতে পারে না। তাদের সুপ্ত ইচ্ছে গুলো পুরণে “আমরাই কিংবদন্তী পরিবার” এর এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আমাদের পারিপার্শ্বিক প্রেক্ষাপট!

আমাদের সমাজ ব্যবস্থায় শারীরিক বা মানসিক অক্ষমতা স্বীকার মানুষ গুলোকে একটা বোঝা হিসাবে চিন্তা করা হয়। চারিপাশের মানুষ এই ধরণের সন্তানদের স্বাভাবিক ভাবে গ্রহণ করেন না। এই সন্তান গুলোর মৌলিক চাহিদা পূরনে এদের বাবা-মা, আত্মীয়-স্বজনরা আগ্রহ প্রকাশ করে না। শহর কেন্দ্রিক কিছুটা সুজোগ-সুবিধা থাকলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই পরিবারগুলো প্রতিটি পদক্ষেপে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়।

ইচ্ছে পূরণ শুরুর গল্প

নিভৃত এক পল্লির কৃষক আব্দুর রশিদ সাহেব এর “কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, লালমনিরহাট” থেকে যোগাযোগ করা হয় ২০১৯ সালের শুরুর দিকে। সেই সময় “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” সেই রকম গুছিয়ে উঠতে পারে নি, হাতে গোনা ২/১ টি কাজের চিন্তা করতো। বিদ্যালয়ে এর পক্ষ থেকে জানানো হয় বাচ্চাদের আনা নেওয়া জন্য একটা থ্রি হুইলার দরকার, আর সাথে আগের নষ্ট হয়ে পড়ে থাকা আরেকটি থ্রি হুইলার মেরামত করা দরকার। ছোট একটি সংগঠন, একসাথে এত ফান্ড মেনেজ করা আবার এত বড় দায়িত্ব নেওয়া আসলেই কি সম্ভব! তারপরো উদ্যমী সদস্যরা পিছুপা হয় নি। আস্তে আস্তে খোজ খবর নেওয়া বিদ্যালয় সম্পর্কে, ফান্ড এরেঞ্জে করা... সদস্যদের সক্রিয় করা; সবই করেছে এই উদ্যোগকে সফল করার জন্য।

ইচ্ছে পূরণ তালিকা

ইচ্ছে পূরণ-১                            ৬ জুলাই ২০১৯ কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, লালমনিরহাট এ হস্তান্তর করা হয় একটি থ্রি- হুইলার অটো ও অপর সম্পূর্ণ বিকল হয়ে থাকা থ্রি- হুইলার অটো টি মেরামত করে দেওয়া হয়।

ইচ্ছে পূরণ-২                           ৪ মার্চ ২০২২ রোজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র”র প্রায় ৫’শত প্রতিবন্ধী/ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর যাতায়াতের বাহন বিকল হয়ে যাওয়া লেগুনা পুনরায় মেরামত, প্রশিক্ষণ সেলাই মেশিন প্রদান এবং “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয়।

ইচ্ছে পূরণ-৩                            ১০ জুন ২০২২ রোজ শুক্রবার রংপুরের ধর্মদাস, সরদারপাড়া’স্থ “দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”র প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর যাতায়াতের জন্য নতুন থ্রি হুইলার আটো হস্তান্তর; “প্রজেক্ট অবলম্বন” এর উদ্যোগে ১ টি সেলাই মেশিন, ৫ টি হুইল চেয়ার, ৪ টি এলবো ক্র্যাচশিক্ষা উপকরণ বিতরণ; “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয়। (থ্রি হুইলার আটো পরিচালনার জন্য মাসিক যে খরচ, বিদ্যালয় কর্তৃপক্ষ তা বহন করতে অপারগতা প্রকাশ করে এবং আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন পরিচালিত ভিন্ন কোন ইচ্ছে পূরণ এর প্রেরণের অনূরোধ করে; পরবর্তী সেটি ইচ্ছে পূরণ ৪ এ প্রেরণ করা হয়)। 

ইচ্ছে পূরণ-৪                             ২১ অক্টোবর ২০২২ রোজ শুক্রবার ময়মনসিংহ এর ঈশ্বরগঞ্জ, রাজারামপুর’স্থ “নুরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”র প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর যাতায়াতের জন্য থ্রি হুইলার আটো হস্তান্তর; “প্রজেক্ট অবলম্বন” এর উদ্যোগে ৭ টি হুইল চেয়ার, ১ জোড়া ক্র্যাচশিক্ষা উপকরণ বিতরণ এবং “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয়।

ইচ্ছে পূরণ-৫                            ১৭ মে ২০২৪ রোজ শুক্রবার রংপুর এর আলমনগর, কুটিরপাড়া’স্থ “ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল”র প্রায় শতাধিক শিক্ষার্থীর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ সহজতর করতে কনফারেন্স হলের জন্য ১০২টি চেয়ার, প্রশিক্ষন কক্ষ এর জন্য নানাবিধ প্রশিক্ষন উপকরণ হস্তান্তর এবং “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয়।  

 

ফান্ড সংগ্রহ

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) এর সদস্য ও আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর সদস্যদের ছোট ছোট অনুদান-ই ইচ্ছে পূরণ কার্যক্রম এর ফান্ডের মূল উৎস। 

প্রতিবন্ধকতা

যেহেতু নির্ধারিত কোন ডোনার নেই, তাই অর্থসংস্থান করাই এই কার্যক্রমের প্রধান প্রতিবন্ধকতা।

একই সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থায় অনলাইন কার্যক্রম গুলোর বিশ্বাসযোগ্যতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সকলের কাছে একটি বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের পরিচয় করিয়ে তোলাটা একটি বড় চ্যালেঞ্জ।  

সংগঠিত ইচ্ছে পূরণ এর গল্প

“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতি কথায় এগিয়ে চলা ছোট্ট অনলাইন গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) পরবর্তীতে একটি প্রতিষ্ঠান হিসেবে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালে নিবন্ধন প্রাপ্ত হয়। জন্মলগ্ন থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রমে যুক্ত হয়েছে গ্রুপ ও ফাউন্ডেশনটি। মানবিক কার্যক্রম গুলোর মাঝে “ইচ্ছে পূরণ” একটি বিশেষ প্রজেক্ট। ২০১৯ সালে প্রথম “ইচ্ছে পূরণ” দিয়ে এই প্রজেক্ট এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে কোভিড-১৯ কালীন অন্যান্য কার্যক্রম গুলো চলমান থাকলেও ইচ্ছে পূরণ কার্যক্রমটি সাময়িকভাবে স্থগিত থাকে এবং ২০২২ সালে ইচ্ছে পূরণ এর অনুকূলে ইচ্ছে পূরণ- ২, ৩,ও ৪ সুন্দরভাবে সংঘটিত হয়। আগামী দিনগুলোতে এরকম আরো হাজারো ইচ্ছে পূরণ করবে সেই স্বপ্ন-ই দেখে এর উদ্যোক্তারা।

বিদ্যালয় সিলেকশন প্রক্রিয়া

বিদ্যালয় সিলেকশন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সহিত করা হয়ে থাকে, এ প্রক্রিয়ায় আমাদের হাতে থাকা বিদ্যালয়ের তালিকা থেকে বিদ্যালয় গুলোর উপর প্রাথমিক তথ্য যাচাই বাছাই করা হয়। যে এলাকার বিদ্যালয় সেই এলাকার আমরাই কিংবদন্তী পরিবারের সদস্য / স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বিদ্যালয়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই সাপেক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে বাচ্চাদের আনা নেওয়ার জন্য ট্রান্সপোর্ট এর ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। অবশ্যই ট্রান্সপোর্ট প্রদানের ক্ষেত্রে পরবর্তীতে তারা ট্রান্সপোর্ট এর পেছনে মাসিক যে খরচ হবে সেটা বহন করতে পারবে কিনা সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

শেষের কথা

আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রতিবন্ধী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা সামাজিকভাবে কিছুটা হলেও অবহেলার শিকার। দেশের প্রত্যন্ত স্থানে অনেকগুলো বিদ্যালয় আছে, যেগুলোতে সরকারি অনুদান ,এনজিও অথবা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তা পৌঁছায় না; হয়তো বা নির্দিষ্ট কোন ব্যক্তির অনুদানে অল্প পরিসরে কার্যক্রম পরিচালনা করছে আমরা সেই প্রতিষ্ঠানগুলোর পাশে কিছুটা হলেও আস্থা হয়ে অবস্থান নিতে চাই।

অনুদান পাঠানোর নাম্বার

    বিকাশ নাম্বার-

01406 002000 মার্চেন্ট (Payment হবে)

    নগদ নাম্বার-

01406 002000 মার্চেন্ট (Payment হবে)

    রকেট নাম্বার-

4288, Amrai Kingbadanti Foundation (Pay Bill- Biller Code)

   ব্যাংক হিসাব-

A/C Name- Amrai Kingbadanti Foundation

A/C Number- 084 2201 000000083

Bank- United Commercial Bank Limited

Branch- Dhanmondi.

Routing Number- 245261183

ধন্যবাদ!