Event Details

লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রথম পুনর্বাসন প্রজেক্ট ৪ অক্টোবর ২০২৪  হস্তান্তর করা হয়েছে

"মোঃ আবু তাহের, খাসমহল চররুহিতা, রসুলগঞ্জ, সদর, লক্ষ্মীপুর'কে"।

২০২৪ এর ভয়াবহ বন্যায় নোয়াখালী ও ফেনী'র বন্যা আক্রান্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

পরবর্তীতে লক্ষ্মীপুর এ হেলথ ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও, সার্বিক বিবেচনায় অন্তত একজন পুনর্বাসন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ায় জনাব মোঃ আবু তাহেরকে খুজে বের করতে লক্ষ্মীপুর এর স্থানীয় স্বেচ্ছাসেবী/বন্ধুরা সহযোগিতা করে।

-------***------

বিগত বন্যায় মো: আবু তাহের সাহেব এর ঘর পানিতে ডুবে গিয়েছিল, খাট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম গুলো ইট দিয়ে উচু করে নেওয়া হয়েছিল, সেখানেই ব্যবস্থা করা হয়েছে রান্নার; আর সেই রান্নার আগুন থেকেই অসাবধানতাবশত লেগে যায় আগুন। বন্যার পানি থাকার পরেও মুহূর্তে পুড়ে নিঃশেষ হয়ে যায় ঘরটি। নিজেদের নিতান্ত প্রয়োজনীয় সরঞ্জামগুলোও রক্ষা করতে পারেনি।

-------***-------

এমন একটি পরিবার এর সাথেই আমরা থাকার চেষ্টা করেছি আমাদের প্রথম পুনর্বাসন প্রজেক্টে। আগামীদিনে পুনর্বাসন প্রজেক্টে আরো বিস্তৃত করা হবে।

আয়োজন সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা।