Event Details

ফেনী'তে বন্যার্তদের পাশে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

গত ৩০ আগস্ট ২০২৪ দ্বিতীয় ধাপে প্রায় ৬ টন (অর্থাৎ ৫৭৫ পরিবার) খাবার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয় ফেনী জেলার ছাগলনাইয়াপরশুরাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। পরশুরাম এর বিতরণ স্থান ছিল দুর্গম এবং সীমান্তবর্তী। স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের ফলে সঠিক মানুষ গুলোর হাতে সামগ্রী গুলো হস্তান্তর সম্পন্ন হয়।

যে স্থানগুলোতে ১৯৮৮ এর পরে এমন পানি হয় নি, সেই স্থান গুলোতে ১০-১৫ ফিট পানি হয়েছিল; স্থানীয় মানুষ গুলো কোন প্রস্তুতি নেওয়ার আগেই অনেক স্বপ্ন নিমিশে শেষ হয়ে গিয়েছে।

যে মানুষ গুলো বিপদ্গ্রস্থ অবস্থায় পড়েছে, এরা অনেকেই অসচ্ছল নয়; শুধু পরিস্থিতির স্বীকার। এমন পরিস্থিতি আমি, আপনি যে কেউ পড়তে পারি।

এই আয়োজনে আমাদের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি #মধু_সিটি এর পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক সামগ্রী পাওয়া গিয়েছে; উপহার সামগ্রীর তালিকায় ছিল:

  • চাল
  • ডাল
  • তেল
  • লবন
  • পেয়াজ
  • আলু
  • বিস্কুট
  • মুড়ি/ চিড়া
  • মোমবাতি
  • পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
  • গ্যাস লাইট
  • ব্যবহার উপোযোগী কাপড়
  • স্যানেটারি প্যাড ও বেবি ডায়াপার
  • স্যালাইন ও প্রয়োজনীয় ঔষুধ
  • সাবান

এর আগে গত ২৪ আগস্ট ২০২৪; প্রায় ০৩ টন খাবার সামগ্রী বিতরণ করা হয় নোয়াখালী'তে।

"মানবতার কল্যানে কিংবদন্তী সবখানে" এই নীতি কথায় ফাউন্ডেশন এর মানবিক কার্যক্রম চলমান থাকবে হোক সেটা ছোট পরিমান। আগামীদিন গুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, পুনর্বাসন সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে আয়োজক’রা কাজ করছে।

 

ধন্যবাদ!

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)