Event Details

ট্রাফিক ম্যানেজমেন্ট ও পরিস্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত শিক্ষার্থীদের সাথে

সূচনালগ্ন থেকেই দেশের যেকোন দুর্যোগে মানবিক কল্যাণের কাজ গুলোতে পাশে থাকার চেষ্টা করে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন। বিগত এক মাসের কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সড়কে ট্র্যাফিক পুলিশ'রা ছিল অনুপস্থিত। এমতাবস্থায় দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী'রা সড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট ও পরিস্কার পরিচ্ছন্নতায় দায়িত্ব পালন করতে থাকে।

শিক্ষার্থী'দের এই উদ্যোগ ছিল সত্যি প্রশংসনীয়; তাই তাদেরকে অনুপ্রাণিত করতে  খুব স্বল্প সময়ের নোটিশে ঢাকার বিভিন্ন স্পটে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর পক্ষ থেকে শুক্রবার ৯ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের জন্য পানি, জুস ও খাবার/বিস্কুট সামগ্রী এর ব্যবস্থা করা হয় ঢাকার বিভিন্ন স্পটে।

স্পট গুলো ছিল -

  • ১। ধানমন্ডি
  • ২। মোহাম্মদপুর
  • ৩। লালবাগ, পুরান ঢাকা
  • ৪। পল্টন, মতিঝিল
  • ৫। মালিবাগ
  • ৬। ৬০ ফিট
  • ৭। মিরপুর ১
  • ৮। কালসী
  • ৯। ECB চত্ত্বর
  • ১০। কচুক্ষেত
  • ১১। উত্তরা, আব্দুল্লাহপুর
  • ১২। সাভার
  • ১৩। চট্টগ্রাম

এই সড়ক শেষ কবে দেখেছিল মনে করা কঠিন, মোটামুটি সবাই লেন মেনে চলছে, ট্রাফিক কন্ট্রোল এক কথায় চমৎকার ... পুরো বিষয়'টা শিক্ষার্থীরা সুন্দরভাবে কন্ট্রোল করছিল। কেউ কেউ আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় মনোনিবেশ করেছিল।

নতুন প্রজন্মের দেখানো সুন্দর পথ'টা, আমাদের সকলের মেনে চলার মানসিকতা তৈরি হলে সফলতা আসবেই।

বি: দ্র: বিতরণকাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনSSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) গ্রুপও এর সদস্য'রা। 

শুভ কামনা GEN Z এর জন্য, পাশে আছি আমরা GEN Y.