১১ জুলাই ২০২২ (ঈদের ২য় দিন)
আলহামদুলিল্লাহ!
ঈদ আনন্দ ভাগাভাগি (ঈদ উল আযহা ২০২২) এর পুরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
১. ঈদের ২য় দিন রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর/পঙ্গু হাসপাতাল) ছয় শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়
২. ঈদের ২য় দিন সকালে ২৫ টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয় (শুধু ঢাকায়- ব্যাচমেট সদস্য ছাড়াও কিছু বাহিরের সদস্যদেরও বিতরণ তালিকায় সংযুক্ত করা হয়েছে)
৩. ঈদের আগের দিন ৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিকাশ/ নগদ হিসাব মাধ্যমে প্রেরণ করা হয় (ঢাকার বাহিরে জেলায়- যাদের গোশত প্রেরণ করা সম্ভব ছিল না, আমাদের সীমাবদ্ধতার কারনে)
** ছয় জন শরিক মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি নিয়ত করেন।
** উল্লেখিত কোরবানি কৃত গরুর গোশত ছাড়াও কিছু বন্ধু ও শুভানুধ্যায়ী অতিরিক্ত কোরবানির গোশত আমাদের এ আয়োজনে প্রেরণ করেছে।
পুরো আয়োজন এত সুন্দর ও সহজভাবে সম্পন্ন করায় আয়োজন সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)
আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি উদ্যোগ