উপার্জনের একমাত্র অবলম্বন দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে একটি পরিবার নিঃস্ব প্রায়। পরিবারের হাল ধরার লোকটি এখন বেকার। পরিবারে আরো রয়েছে বয়স্ক বাবা, ৪ টি ছোট সন্তান, ও স্ত্রী। মানবেতর জীবন যাপন করছে পুরো পরিবারটি। সেই পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই, স্বাবলম্বী করার ক্ষুদ্র প্রচেস্টা নিয়ে। আবার ঘুরে দাঁড়াবে সেই পরিবার, আমরা স্বপ্ন দেখি। বলছিলাম কুমিল্লা'র একটি বিপদগ্রস্থ পরিবারের কথা!
প্রজেক্ট অবলম্বন
এই উদ্যোগে আপনাদের সহযোগিতা কামনা করছি।