Member Registration Form

"আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে স্বাগতম! এস এস সি রেজিস্ট্রেশন বর্ষ ১৯৯৮ অথবা এস এস সি উত্তীর্ণ ২০০০ সাল অথবা এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ যে কেউ ফাউন্ডেশন এর সদস্য পদ প্রাপ্তির জন্য আবেদন করতে হবে।

"আমরাই কিংবদন্তী" ফেসবুক গ্রুপ ১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করলেও, "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" ৫ সেটেম্বর ২০১৯ সালে জয়েন্ট স্টক রেজিস্ট্রার এর দপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়।

প্রাথমিক ভাবে আজীবন ও প্রাথমিক সদস্য ছাড়াও কার্যক্রম বিস্তৃতির জন্য ব্যাচমেট সদস্য এর বাহিরে স্বেচ্ছাসেবী সদস্যও অন্তর্ভুক্ত করা হবে।

  • ১। আজীবন সদস্যঃ ২০০ টাকা জমা দিয়ে আবেদন করবে, শর্ত পূরণ ও যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে এককালীন নিদিষ্ট ফি টাকা জমা দিবেন।
  • ২। প্রাথমিক সদস্যঃ ২০০ টাকা জমা দিয়ে আবেদন করবে, শর্ত পূরণ ও যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে প্রতি মাসে নিদিষ্ট ফি মাসিক চাঁদা হিসেবে দিবেন।
  • ৩। স্বেচ্ছাসেবী সদস্যঃ ব্যাচমেট সদস্য কিন্তু আজীবন অথবা প্রাথমিক সদস্য হতে আগ্রহী নয়, এমন কেউ অথবা ব্যাচমেট সদস্য এর বাহিরের যে কেউ স্বেচ্ছাসেবী সদস্য হতে পারবে।

আবেদন কালীন নিচের ফর্ম পূরণসহ ২০০ টাকা 01406 00 2000 বিকাশ/ নগদ (মার্চেন্ট) নাম্বারে অথবা ব্যাংক একাউন্টে পেমেন্ট করতে হবে।

একই সঙ্গে kingbadanti00.02@gmail.com এ

  • ১। উল্লেখিত ক্যাটাগরির অন্তত একটি শিক্ষা সনদ,
  • ২। এন আই ডি/ পাসপোর্ট এর কপি,
  • ৩। একটি Passport size ছবি এবং
  • ৪। বিকাশ/নগদ/ব্যাংক ট্রাঞ্জেকশান আই ডি/রেফারেন্স উল্লেখ করে মেইল করতে হবে।
(সাবজেক্ট লাইনে অবশ্যই "Membership Application: Name" উল্লেখ করতে হবে।

যথাযথ আবেদন ফর্ম পূরণ ও ডকুমেন্ট প্রেরণ সাপেক্ষে যাচাই-বাচাই পরবর্তীতে সদস্য পদ প্রাপ্তি/অবস্থা সম্পর্কে ই-মেইল অথবা এস এম এস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। (সম্ভাব্য সময় অক্টোবর এর প্রথম সপ্তাহ)

*** আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন বৃহত্তর/ সামগ্রিক স্বার্থে যে কোন নীতি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারবে।