Event Details

ইচ্ছে পূরণ ২

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি। ধারাবাহিক সামাজিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ “ইচ্ছে পূরণ ২” নিয়ে ঠাকুরগাঁওয়ের “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র” র প্রায় ৫০০ শত প্রতিবন্ধীর জন্য যাতায়াতের বাহন বিকল হয়ে যাওয়া লেগুনা পুনরায় মেরামত, প্রশিক্ষণ সেলাই মেশিন প্রদান এবং “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয় আজ ৪ মার্চ, ২০২২, রোজ শুক্রবার।

উল্লেখ্য যে ইতিপূর্বে “ইচ্ছে পূরণ ১” এর মাধ্যমে লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে “কালীগন্জ প্রতিবন্ধী বিদ্যালয়” এ একটি নতুন থ্রি হুইলার প্রদান ও অপর একটি বিকল থ্রি হইলার মেরামত করে দেয়া হয়। আজকের এই কর্মসূচীতে পরিবেশ বান্ধব বৃক্ষরোপন কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিলো।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে “ইচ্ছে পূরণ” কর্মসূচির আওতায় ভবিষ্যতে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখিত এই কর্মসূচীতে গ্রুপটির ঢাকা, দিনাজপুর, ও ঠাকুরগাঁওয়ের ৩০ জন স্বেচ্ছাসেবী ছাড়াও ঠাকুরগাঁওয়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

উল্লেখ্য যে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৫ হাজার।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ কালীন ফ্রি অক্সিজেন ব্যাংক কার্যক্রম, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সদস্যদের আর্থিক সহায়তা এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা ।