Notice Board Details

ফিরে দেখা আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর বিগত এক বছর

সংক্ষিপ্তভাবে গত এক বছরে (৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত) ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কিছু অর্জন ও কার্যক্রম তুলে ধরা হলঃ


আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর ৬ষ্ঠ বছরের পথচলায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা!

১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করা অনলাইন গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী), আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন হিসাবে ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়েন্ট স্টক রেজিস্ট্রার এর দপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়।

হাটি-হাটি পায়ে এগিয়ে চলা ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ২০২৪; ৬ বছরে পদার্পণ করছে, আপনাদের সকলের আন্তরিকতায় ও ভালোবাসায়।

বন্যার কারণে দেশের বড় একটা অংশের বিশাল ক্ষতি হয়েছে, এমতাবস্থায় আমরা প্রতিষ্ঠার দিন’টি আগের মত বড় পরিসরে উদযাপন করি নি। তবে প্রতিষ্ঠার দিন’টি কে বানবাসী মানুষ গুলোর সহায়তার জন্য উৎসর্গ করতে ১৪ই সেপ্টেম্বর বন্যা দুর্গত একটি জেলার হেলথ ক্যাম্প করার পরিকল্পনা চলছে। যদিও ইতিমধ্যে বন্যা দুর্গত নোয়াখালী ও ফেনীতে প্রায় ৯ টন নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রেরণ করা হয়েছে।  

প্রতিষ্ঠা লগ্ন থেকে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই স্লোগানকে ধারন করে মানবিক কাজে জড়িত রয়েছে। সেই চলমান ধারাবাধিকতায় বিগত বছর গুলোর মত গত এক বছরেও বিভিন্ন কার্যক্রমে নিজেদের যুক্ত রেখেছে এই ফাউন্ডেশন।

সংক্ষিপ্তভাবে গত এক বছরে (৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত) ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কিছু অর্জন ও কার্যক্রম তুলে ধরা হলঃ

অর্জনঃ

১। ৫ জুন ২০২৪ আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন ও Puro Pastry & Bakery এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর নিবন্ধন সদস্যরা আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে PURO Pastry & Bakery এর যে কোন আউটলেট থেকে ১৫% ছাড় পাবেন।

(আর বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে)

২। ২০২২-২৩ অর্থ বছরের অডিট রিপোর্ট ডিসেম্বর ২০২৩ প্রকাশ করা হয়।

৩। ১৬ আগস্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছিল আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর সদস্যদের #Members_Meet প্রোগ্রাম। আয়োজনে সংগঠনের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করে। আগামীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং সদস্যদের আইডি কার্ড হস্তান্তর করা হয়।

৪। অনলাইন ব্লাড ডোনার ডাটাবেইজ তৈরির লক্ষ্য নিয়ে ওয়েবসাইটে ব্লাড ডোনার রেজিস্ট্রেশন ও ব্লাড ডিমান্ড সাবমিট ফর্ম তৈরি করা হয়।

ডোনার রেজিস্ট্রেশন লিংকঃ

https://www.amraikingbadanti.com/blood/donar-registration

ব্লাড ডিমান্ড সাবমিট লিংকঃ

https://www.amraikingbadanti.com/blood/donar-list

(যদিও এখনো ডাটাবেইজ এ এখনো আশানুরূপ ডোনার পাওয়া যায় নাই; এই ডাটাবেইজ এ ব্যাচমেট ছাড়াও রক্তদান উপযোগী যে কেউ তাদের তথ্য দিতে পারবে)।

কার্যক্রমঃ

দুর্যোগেঃ  

ঘূর্ণিঝড় রেমালঃ পটুয়াখালী’তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছিল ৭ জুন ২০২৪। প্রায় ৩ টন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার প্রায় ৩০০ পরিবারের মাঝে বিতরণ করে পটুয়াখালী’র রাঙ্গাবালী’স্থ চালিতাবুনিয়া ইউনিয়নে।

নোয়াখালী বন্যাঃ স্মরণ কালের ভয়াবহ বন্যায় নোয়াখালী'র ৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ টন নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ/ হস্তান্তর করা হয় গত ২৪ আগস্ট ২০২৪ এ। 

ফেনী বন্যাঃ ফেনীতে ১২ টন (অর্থাৎ ১১৭৫ পরিবার) খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় ছাগলনাইয়া ও পরশুরাম এর প্রত্যন্ত অঞ্চলে গত ৩০ ও ৩১ আগস্ট ২০২৪ এ। এতে HAIER Bangladesh ও মধু সিটি এর পক্ষ থেকে উল্লেখযোগ্য কন্ট্রিবিশন ছিল।  

শিক্ষার্থীদের পাশেঃ আগস্ট ২০২৪ এর শুরুর দিতে দেশের কিছুটা বিপর্যয় তৈরি হলে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করে বিভিন্ন সড়কে। এ সময় ঢাকা ও চট্টগ্রাম এর ১৩ টি স্পটে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৯ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের জন্য পানি, জুস ও খাবার/বিস্কুট সামগ্রী এর ব্যবস্হা করা হয়।

ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি (খাবার বিতরণ)

ফাউন্ডেশনের #বর্ষপূর্তি_উদযাপনঃ

৫ সেপ্টেম্বর ২০২৩ রাজধানী’র মানিক মিয়া এভিনিউ’তে সড়কের পথশিশুদের সাথে কেক কাটে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। পরবর্তীতে পথশিশু ও সুবিধাবঞ্ছিত প্রায় চারশত মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি (খাবার বিতরণ)

১। ২৭ অক্টোবর ২০২৩ নোয়াখালী'স্থ বজরা নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চৌপল্লী আহম্মদীয়া হেফজ্ মাদ্রাসা ও এতিমখানা'র এতিম/অসহায় ৩০০+ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

২। ৩ নভেম্বর ২০২৩ তাহজিবুল উম্মাহ আশরাফুল মালা মাদ্রাসা ও এতিমখান, হাজারিবাগ, ঢাকাতে; চাল, তেল, লবন, ডাল, আল, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

৩। ৯ নভেম্বর ২০২৩ চাল, ডাল, আলু, পেয়াজ, আদা, মুরগীর মাংস সহ নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে মাদ্রাসা (এতিমখানা) দারুল আরকাম, পশ্চিম ব্যাংক টাউন, সাভারে। (মূলত সাভারের স্বেচ্ছাসেবকদের অনুদানে এই আয়োজন এর উদ্যোগ গ্রহণ করা হয়।)

৪। ১৭ নভেম্বর ২০২৩ খাবার বিতরণ করা হয় ৩০০ অসহায় এতিম শিশুদের মাঝে। এর মাঝে ১৫০ বক্স খাবার বিতরণ করা হয় সাভারের ২ টি এতিমখানায় এবং অবশিষ্ট ১৫০ বক্স বিতরণ করা হয় নাবিস্কো-বনানী সড়কের অসহায় মানুষের মাঝে। এছাড়া পুরাতন ঢাকার বন্ধুদের উদ্যোগে পুরাতন ঢাকার একটি মাদ্রাসায় এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

৫। ২৪ নভেম্বর ২০২৩

ক। দক্ষিণ নারিচা বায়তুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, ঈশ্বরদী, পাবনা'য় এতিম/অসহায় ২৩+ শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার ব্যবস্থা করা হয়

খ। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা হাফেজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা রঘুনাথপুর (৫টি কোরআন শরীফ হাদিয়া করা)

গ। বায়তুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, ঈশ্বরদী, পাবনায় চাল, তেল, ডাল, লবন, মাংস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। 

৬। ২২ ডিসেম্বর ২০২৩; ১০০০ বক্স সবজি-খিচুড়ি ও মুরগির মাংস বিতরণ করা হয়, ঢাকা'স্হ বিভিন্ন এতিমখানা, সড়কের অসহায় মানুষের মাঝে (বিশেষত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকেও খাবার বিতরণ করা হয়)। এ যাবৎ খাবার বিতরণ কার্যক্রম গুলোর মধ্যে এটি সর্বাধিক সংখ্যক খাবার বিতরণ এর গুলোর অন্যতম।

৭। ৩১ ডিসেম্বর ২০২৩ আয়োজনে

ক। সাবিলুন নাজাহ ইসলামিয়া মাদ্রসা ও এতিমখানার অসহায় শিশুদের জন্য চাল, ডাল, তেল এবং

খ। দাওয়াতুল কুরআন ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা'য় শীতের কথা বিবেচনায় নিয়ে মাদুরের ব্যবস্থা করে দেওয়া হয়।

৮। ৩১ মে ২০২৪ খাবার বিতরণ করা হয় দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানা পশ্চিম ব্যাংক টাউন, সাভার, ঢাকায়।

রমাদানে খাবার বিতরণ

পুরো রমাদান মাস জুড়ে ধানমন্ডি- সাত মসজিদ সড়ক থেকে প্রতিদিন প্রায় দুই’শত থেকে তিশ’শত বক্স রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এছাড়াও ঢাকার বাহিরে বিভিন্ন স্থানেও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী'রা বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। পুরো রমাদানে বিতরন করা হয়েছে আনুমানিক ১০,০০০ বক্স রান্না খাবার।

শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম’র সদর উপজেলা’স্থ ঘোগাদহ ইউনিয়ন এর খামার রসুলপুর গ্রামে শীতেকাতর, অসহায় মানুষের মাঝে প্রায় আট শতাধিক শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে ১৩ জানুয়ারি ২০২৪ রোজ শনিবার।

স্বাবলম্বীকরণ প্রকল্প

প্রজেক্ট অবলম্বন- ৪৫; স্বাবলম্বীকরণ প্রকল্পের অনুকূলে একজন বিধবা অসহায় নারী’র পরিবার এর জন্য ১টি ছাগল (৩ টি বাচ্চা সহ) হস্তান্তর করা হয়!

প্রজেক্ট অবলম্বন- ৪৬; সাময়িক অসুবিধা গ্রস্থ একজন বোনের হাতে তুলে দেওয়া হয় একটি সেলাই মেশিন সেট।

প্রজেক্ট অবলম্বন- ৪৭; একজন অসহায় নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়!

প্রজেক্ট অবলম্বন- ৪৮; একজন অসহায় নারী'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়!

প্রজেক্ট অবলম্বন- ৪৯; একজন ব্যাচমেট বন্ধুর দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল/ সামগ্রী হস্তান্তর করা হয়!

প্রজেক্ট অবলম্বন- ৫০; একজন অসহায়, বিধবা বোন'কে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়!

প্রজেক্ট অন্য রকমঃ

(আপনার ব্যবহারিত সরঞ্জাম দিয়ে, অপর অসুবিধাগ্রস্থ মানুষের জীবনযাত্রা সহজ করা)

প্রজেক্ট অন্য রকম- ১; চলাফেরা করতে অক্ষম একজন অসহায় এর জন্য একটি হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

প্রজেক্ট অন্য রকম- ২; চলাফেরা করতে অক্ষম একজন অসহায় এর জন্য একটি হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

প্রজেক্ট অন্য রকম- ৩; চলাফেরা করতে অক্ষম একজন অসহায় এর জন্য একটি ওয়াকার হস্তান্তর করা হয়।

প্রজেক্ট অন্য রকম- ৪; বার্ধক্য জনিত কারণে চলাফেরা করতে অক্ষম একজন অসহায় এর জন্য একটি পোর্টেবল কমোড হস্তান্তর করা হয়।

ঈদ উপহার

(ঈদ আনন্দ ভাগাভাগি)

ক।  ঈদ উল ফিতর ২০২৪ "ঈদ আনন্দ ভাগাভাগি" আয়োজনে ঢাকাস্থ বন্ধুদেরকে ঈদের কিছু উপহার সামগ্রী তাঁদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হয় এবং ঢাকার বাহিরের কিছু বন্ধুকে বিকাশ/নগদ/রকেট মাধ্যমে তাদেরকে ঈদ উপহার পাঠিয়ে দেওয়া হয়।

খ। ঈদ উল আযহা ২০২৪ এ ঈদ আনন্দ ভাগাভাগি বিগত বছরগুলোর তুলনায় ছোট পরিসরে করা হয়েছে; যেহেতু এই আয়োজনের এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই আয়োজন করা হয়েছিল। এমতাবস্থায়,

-- একজন শুভাকাঙ্খীর প্রেরিত অনুদানের টাকায় ক্রয়কৃত ছাগল কোরবানির জন্য একটি এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।

-- সাময়িক অসুবিধাগ্রস্থ ব্যাচমেট'দের নির্ধারিত বিকাশ/ নগদ/ রকেট একাউন্টে ছোট ঈদ উপহার প্রেরণ করা হয়েছে (সীমিত পরিসরে)।

ইচ্ছে পূরণ ৫

১৭ মে ২০২৪ ধারাবাহিক সামাজিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ “ইচ্ছে পূরণ ৫” নিয়ে রংপুর এর আলমনগর, কুটিরপাড়া’স্থ “ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল”র প্রায় শতাধিক শিক্ষার্থীর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ আরো সহজতর করতে কনফারেন্স হলের জন্য ১০০ চেয়ার এবং প্রশিক্ষন কক্ষ এর জন্য নানাবিধ প্রশিক্ষন উপকরণ হস্তান্তর করা হয়। উপস্থিত শিক্ষার্থী জন্য ফাউন্ডেশণের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়।

ধন্যবাদ!