News Details

রমাদানে ১৫,০০০ বক্স খাবার বিতরণ করছে "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন"

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত "আমরা কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে অসহায়, ছিন্নমূল, ও অসুবিধাগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। কোভিড ১৯ এর শুরু থেকে এই কার্যক্রম চলমান আছে এবং প্রতি বছর পবিত্র রমাদানে মাস জুড়ে পরিচালিত হচ্ছে।

ধানমন্ডি ও উত্তরা দুইটি স্পট থেকে প্রতিদিন প্রায় সাড়ে চার শতাধিক থেকে পাঁচ শত বক্স রান্না করা খাবার বিতরণ হয়েছিল। পুরো রমাদানে বিতরনের পরিমান ছিল ১৫,০০০ বক্স রান্না খাবার। উত্তরা আয়োজনে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর সাথে সার্বিক সহযোগিতা করছে “জে সি আই ঢাকা কজমোপলিটন”। “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে।

প্রাথমিকভাবে ধানমন্ডি ও উত্তরাতে বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ভবিষ্যতে এটি খিলগাঁও ও মিরপুরে সম্প্রসারিত করার পরিকল্পনা চলছে। 

খাবার বিতরণ এর পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ এর লক্ষ্যে ইতিমধ্যে ঢাকা শহরের ধানমন্ডি, মিরপুর, খিলগাঁও, কচুখেত, উত্তরা, ফার্মগেট এর মোট ৬ টি স্পটে স্থাপন করেছে ভাসমান বিশুদ্ধ পানির ফিল্টার।

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে; কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।   

এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৫০০০ হাজার।

বিস্তারিত সংবাদ লিংকঃ

যুগান্তরঃ https://www.jugantor.com/todays-paper/second-edition/546817/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8