ধারাবাহিক সামাজিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ “ইচ্ছে পূরণ ৩” নিয়ে ১০ জুন ২০২২ রংপুরের ধর্মদাস, সরদারপাড়া’স্থ “দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”র প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর যাতায়াতের জন্য নতুন থ্রি হুইলার আটো হস্তান্তর; “প্রজেক্ট অবলম্বন” এর উদ্যোগে ১ টি সেলাই মেশিন, ৫ টি হুইল চেয়ার, ৪ টি এলবো ক্র্যাচ ও শিক্ষা উপকরণ বিতরণ; “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” র উদ্যোগে একবেলা খাবারের আয়োজন করা হয়।