Terms & Conditions

Business Membership- Terms & Conditions

"আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে স্বাগতম!
"আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর বিজনেস সদস্যপদ প্রাপ্তি আবেদনের প্রযোজ্য শর্ত গুলো হলঃ
বিজনেস সদস্যপদ আবেদনের জন্য
১। এস এস সি রেজিস্ট্রেশন শিক্ষাবর্ষ ১৯৯৮ সালে অথবা
২। এস এস সি উত্তীর্ণ ২০০০ সালে অথবা
৩। এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ হতে হবে।
"আমরাই কিংবদন্তী" ফেসবুক গ্রুপ ১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করলেও, "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়েন্ট স্টক রেজিস্ট্রার এর দপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়।
অনলাইন ফেসবুক গ্রুপে বিভিন্ন সদস্য’রা প্রতি মাসে ১/১৫/২৫ তারিখে বিজনেস/ প্রোমোশনাল / রিভিউ পোস্ট দিতে পারে। যেহেতু SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) ভার্চুয়াল গ্রুপ; তাই এতে বিভিন্ন ধরণের সদস্য আনাগোনা করে। সেই প্রেক্ষাপটে বিজনেস সংক্রান্ত পোস্ট গুলো আরো নির্ভরযোগ্য ভাবে গ্রপের বিভিন্ন সদস্য’দের সামনে উপস্থাপন এর জন্য বিজনেস আইডি গ্রহণের এই প্রক্রিয়া’টি চালু করা হচ্ছে।

বিজনেস সদস্যপদ
৫০০ টাকা জমা দিয়ে আবেদন করবে, শর্ত পূরণ ও যাচাই-বাছাই সাপেক্ষে বিজনেস আইডি প্রদান করা হবে; প্রথম বার প্রদত্ত আইডি মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তীতে আবার রিনিউ করতে হবে, প্রতি বছরের জন্য রিনিউয়াল ফি ৩০০ টাকা করে। এই আইডি ব্যতীত গ্রুপে পোস্ট এপ্রুভ হবে না।

এপ্লিকেশন ফি পাঠাতে পারবেন, নিচের হিসাব নাম্বার গুলোতে; পেমেন্ট রেফারেন্স এ আপনার প্রতিষ্ঠান এর নাম এবং ফরমের নির্ধারিত অপশানে পেমেন্ট রিসিপ্ট এর কপি আপলোড করে দিন। 

  • বিকাশ নাম্বার-

01406 002000 মার্চেন্ট (Payment)

  • নগদ নাম্বার-

01406 002000 মার্চেন্ট (Payment)

  • রকেট নাম্বার-

4288, Amrai Kingbadanti Foundation (Pay Bill- Biller Code)

  • ব্যাংক হিসাব-

A/C Name- Amrai Kingbadanti Foundation

A/C Number- 084 2201 000000083

Bank- United Commercial Bank Limited

Branch- Dhanmondi.

Routing Number- 245261183

নোটঃ
১। আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর সুনাম ক্ষুণ্ণ হয় এমন সকল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
২। যাদের ট্রেড লাইসেন্স বা যথাযথ বিজনেস সংশ্লিষ্ট কাগজ নেই, ০১৪০৯ ০০ ২০০০ হোয়াটস এপ এ নক দিয়ে বিকল্প কি কাগজ প্রদান সাপেক্ষে আবেদন করতে পারবেন; সেই পরামর্শ নিতে পারবেন।
৩। রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি থেকে প্রাপ্ত টাকা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে ব্যবহার করা হবে।
৪। রেজিস্ট্রেশন ফি প্রদান কালীন, রেফারেন্সে আপনার প্রতিষ্ঠান এর নাম রেফারেন্স এ লিখুন।
যথাযথ আবেদন ফর্ম পূরণ ও ডকুমেন্ট সাবমিট সাপেক্ষে, যাচাই-বাচাই পরবর্তীতে সদস্য পদ প্রাপ্তি/অবস্থা সম্পর্কে ই-মেইল এর মাধ্যমে নিশ্চিত করা হবে। দয়া করে ইমেইল (স্পাম) নোটিফিকেশন লক্ষ্য রাখুন। একই সঙ্গে আবেদন কালীন প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড সদস্যপদপ্রাপ্তি পরবর্তী LOGIN করার জন্য সংরক্ষণ করুন।

*** আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন বৃহত্তর/ সামগ্রিক স্বার্থে যে কোন নীতি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারবে।