Event Details

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।

#ঘূর্ণিঝড়_রেমালের_প্রভাবে_ক্ষতিগ্রস্তদের_পাশে_দাঁড়াই

শুক্রবার ৭ জুন ২০২৪

শুক্রবার (৭ জুন ২০২৪) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা চাল-ডালসহ ১০ রকমের প্রায় ৩ টন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার প্রায় ৩০০ পরিবারের মাঝে বিতরণ করে পটুয়াখালী’র রাঙ্গাবালী’স্থ চালিতাবুনিয়া ইউনিয়নে।  এসময় ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের’সহ আরো বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষগুলোর পাশে আরো সুসংগঠিত হয়ে আরো বেশি সহায়তা কার্জক্রম আয়োজনের বিষয়ে আয়োজকরা পুনরায় ঐক্যমত পোষন করেন এবং দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শীঘ্রই সহায়তা প্রদানের বিষয়ে ইচ্ছা পোষন করেন।

বিতরণ স্থান হিসাবে চালিতাবুনিয়া ইউনিয়ন’কে বাছাই করার পেছনে দুর্যোগে ক্ষয়ক্ষতি ছাড়াও বিচ্ছিন্ন দ্বীপে সাধারণ মানুষগুলো বসবাসের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। 

"মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে"

SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন