Event Details

ইচ্ছে পূরণ ৫

ইচ্ছে পূরণ ৫

পিছিয়ে পড়া মানুষ গুলো আমাদের-ই ভাই, বোন, সন্তান ও আত্মীয়স্বজন, আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে কিছুটা হলে ও আস্থা হয়ে থাকতে চাই আমরা। সেই প্রচেস্টা থেকেই ইচ্ছে পূরণ- ৫ এর পরিকল্পনা।
ইচ্ছে পূরণ, আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি বিশেষ কার্যক্রম। পিছিয়ে পড়া শিশুদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে এটি কিছুটা হলে ও ভূমিকা রাখবে।

মানব কল্যাণে সংগঠনের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং সমাজের শিশু-কিশোরদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করাই ফাউন্ডেশন’র অন্যতম প্রধান লক্ষ্য। ধারাবাহিক সামাজিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ “ইচ্ছে পূরণ ৫” নিয়ে রংপুর এর আলমনগর, কুটিরপাড়া’স্থ “ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল”র শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ আরো সহজতর করতে কনফারেন্স হলের জন্য ১০২ টি চেয়ার এবং প্রশিক্ষন কক্ষ এর জন্য নানাবিধ প্রশিক্ষন উপকরণ হস্তান্তর করা হয়। উপস্থিত শিক্ষার্থী জন্য ফাউন্ডেশণের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়। আয়োজনে কিশোর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং মানবিক মূল্যবোধ বিকাশ এর উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়।

ইচ্ছে পূরণ নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
https://www.amraikingbadanti.com/blogs-details/2
 

#মানবতার_কল্যাণে_কিংবদন্তী_সবখানে
#SSC_2000 & #HSC_2002
#আমরাই_কিংবদন্তী_ফাউন্ডেশন এর একটি উদ্যোগ।