Event Details

পবিত্র রমাদানে পুরো মাস জুড়ে ১০ হাজার বক্স খাবার বিতরণ করেছে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”।

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত "আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে অসহায়, ছিন্নমূল, ও সাময়িক অসুবিধাগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে নিয়মিত ভাবে। “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর এই মানবিক কার্যক্রম  সূচনালগ্ন থেকে চলমান আছে। খাবার বিতরণ কার্যক্রম প্রতি বছর পবিত্র রমাদানের পুরো মাস জুড়ে; এছাড়া বাকী সময়ে শুক্রবার করে খাবার বিতরণ কার্যক্রমটি পরিচালনা করে হচ্ছে।

ধানমন্ডি- সাত মসজিদ সড়ক থেকে প্রতিদিন প্রায় দুই’শত থেকে তিশ’শত বক্স রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এছাড়াও ঢাকার বাহিরে বিভিন্ন স্থানেও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী'রা বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। পুরো রমাদানে বিতরন করা হয়েছে আনুমানিক ১০,০০০ বক্স রান্না খাবার।

একই সঙ্গে এই রমাদানে “প্রজেক্ট অবলম্বন” এর অনুকূলে অন্তত ২০ টি পরিবারকে স্বাবলম্বী করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফাউন্ডেশনটি মূলত ব্যাচমেট সদস্য ও শুভানুধ্যায়ী’দের আর্থিক অনুদানে কার্যক্রম এগিয়ে নিচ্ছে। 

এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।  

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা ।

উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার।