জিগাতলা, কাচা বাজার - টেনারী মোড় - টালী অফিস মোড় (বিভিন্ন সড়ক প্রদক্ষিণ)।
১৪ নাম্বার ওয়ার্ড, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন।
চারিদিকে ডেঙ্গু'র প্রকোপ বেড়েছে, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করি ও নিরাপদ থাকি।
জনসচেতনতা তৈরির লক্ষ্যে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আমরাই চাই সকলে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি, তাহলে অনেকাংশে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
শুধু মাত্র সচেতনতার অভাবে ডেঙ্গু এবার ছড়িয়েছে দেশের প্রায় ৫০ টি জেলায়। আমরা চাই সকলে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক। “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন স্থানে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রাথমিক ভাবে ঢাকা শহর এর ২য় স্পট হিসেবে
জিগাতলা, কাচা বাজার - টেনারী মোড় - টালী অফিস মোড় (১৪ নাম্বার ওয়ার্ড এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ) এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে শনিবার, ২৫ (সম্ভাব্য) অক্টোবর ২০২২; সকাল ১০:০০ থেকে ১২:০০ টা পর্যন্ত।
আমরা আশা করছি স্থানীয় কাউন্সিলর মহোদয় এই আয়োজনে অংশগ্রহণ করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন।
আয়োজনে থাকবেঃ
- জমে থাকা/ আবদ্ধ পাত্রে থাকা (মশার প্রজনন হতে পারে) পানি পরিস্কার কার্যক্রম
- পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ
- সচেতনতা মূলক লিফলেট বিতরণ
- ফগার মেশিন ব্যবহার
- ব্লিচিং পাউডার ছেটানো
- জনসচেতনতা তৈরি করা ও ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কে জানানো (ছিন্নমূল, নিন্ম আয়ের মানুষসহ সর্বসাধারণকে)
ডেঙ্গু প্রতিরোধে করণীয়ঃ
- নিজ বাসস্থান এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
- পানি জমে থাকে এমন সরঞ্জামগুলো উল্টে রাখতে হবে।
- রাতে অথবা দিনে ঘুমানোর সময় মশারি টাঙাতে হবে।
- নিজ বাসস্থান এর আশেপাশের নালা-নর্দমা পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
- ফুলের টব, প্লাস্টিকের পাত্র, টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা ইত্যাদি সরঞ্জাম যত্রতত্র পড়ে থাকতে দেওয়া যাবে না।
- মশার প্রজনন হতে পারে এমন যে কোন উৎস ধ্বংস করতে হবে।
- স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
সচেতন হই, সচেতন করি।
*** পরবর্তী আয়োজনের স্থান সম্পর্কে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)
আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি উদ্যোগ।