Event Details

ইচ্ছে পূরণ-৪

নুরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, রাজারামপুর, রাজিবপুর, ঈশ্বরগন্জ, ময়মনসিংহ (স্থান)
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ (সম্ভাব্য তারিখ)

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ গুলো আমাদের-ই ভাই, বোন, সন্তান ও আত্মীয়স্বজন, আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে কিছুটা হলে ও আস্থা হয়ে থাকতে চাই আমরা। সেই প্রচেস্টা থেকেই ইচ্ছে পূরণ- ৪ এর পরিকল্পনা।

"ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি" এটি আমাদের একটি ধারাবাহিক প্রোগ্রাম। ঢাকা শহরের পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে আমরা আমাদের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আয়োজনগুলো করে থাকি। আমাদের আসন্ন প্রোগ্রামটি ময়মনসিংহে করার ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা চলছে। আমাদের তিনটি ইচ্ছেকে বাস্তবায়নের লক্ষ্যে এবারের এই আয়োজনটি কিছুটা ব্যতিক্রম ভাবে করার পরিকল্পনা হাতে নিয়েছি।

আমরা চাই বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন তাদের তাদের যাতায়াতের ব্যবস্থাটি সহজতর হোক, একই সঙ্গে তাদের জন্য এক বেলা খাওয়ার আয়োজন করা হোক; আমাদের ইচ্ছেপূরণ ৪ থেকে।
এখানে উল্লেখ্য যে আমাদের আয়োজন স্থলে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী -১০০ জন এর অধিক।

প্রোগ্রাম প্ল্যান (সম্ভাব্য)
১. বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য থ্রী-হুইলার (অটো- গাড়ী) হস্তান্তর, সম্ভাব্য খরচ ১,০০,০০০ টাকা (সংস্কার করে দেওয়া)
২. বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য হুইলচেয়ার (৬ টি), সম্ভাব্য খরচ ৪০,০০০ টাকা
৪. এলবো-ক্র্যাচ (৪ টি) এবং শিক্ষা উপকরণ/ খেলনা বিতরণ, সম্ভাব্য খরচ ১০,০০০ টাকা
৫. স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য একবেলার খাবার আয়োজন, সম্ভাব্য খরচ ২০,০০০ টাকা।
মোট সম্ভাব্য খরচ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।

এই আয়োজনটি সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন:

বিকাশ নাম্বার-
01406 002000 মার্চেন্ট (Payment হবে)
নগদ নাম্বার-
01406 002000 মার্চেন্ট (Payment হবে)
রকেট নাম্বার-
4288, Amrai Kingbadanti Foundation (Pay Bill- Biller Code) 

ব্যাংক হিসাব-

A/C Name- Amrai Kingbadanti Foundation
A/C Number- 084 2201 000000083
Bank- United Commercial Bank Limited
Branch- Dhanmondi.
Routing Number- 245261183

ইচ্ছা পূরণ ১: প্রায় দু বছর আগে ইচ্ছে পূরণ ১ এর আওতায় কালিগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, লালমনিরহাটে একটি থ্রি হুইলার অটো নতুন হস্তান্তর এবং আরেকটি ব্যবহার অনুপযুক্ত থ্রি হুইলার অটো নতুন করে মেরামত করে দেওয়া হয়।
ইচ্ছা পূরণ ২: চলতি বছরের মার্চ মাসে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, সদর, ঠাকুরগাঁও এ সম্পূর্ণ বিকল হয়ে যাওয়া লেগুনা মেরামত ও প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

ইচ্ছা পূরণ ৩: চলতি বছরের জুন মাসে ইচ্ছে পূরণ ৩ এর আওতায় দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, রংপুরে একটি থ্রি হুইলার অটো নতুন হস্তান্তর, প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন, চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ার দেওয়া হয়।
মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে

SSC 2000 & HSC 2002

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি উদ্যোগ।