Event Details

ঈদ আনন্দ ভাগাভাগি (ঈদ উল আযহা ২০২২)

১১ জুলাই ২০২২ (ঈদের ২য় দিন)

আলহামদুলিল্লাহ! 

ঈদ আনন্দ ভাগাভাগি (ঈদ উল আযহা ২০২২) এর পুরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

১. ঈদের ২য় দিন রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর/পঙ্গু হাসপাতাল) ছয় শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়

২. ঈদের ২য় দিন সকালে ২৫ টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয় (শুধু ঢাকায়- ব্যাচমেট সদস্য ছাড়াও কিছু বাহিরের সদস্যদেরও বিতরণ তালিকায় সংযুক্ত করা হয়েছে)

৩. ঈদের আগের দিন ৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিকাশ/ নগদ হিসাব মাধ্যমে প্রেরণ করা হয় (ঢাকার বাহিরে জেলায়- যাদের গোশত প্রেরণ করা সম্ভব ছিল না, আমাদের সীমাবদ্ধতার কারনে)

** ছয় জন শরিক মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি নিয়ত করেন।

** উল্লেখিত কোরবানি কৃত গরুর গোশত ছাড়াও কিছু বন্ধু ও শুভানুধ্যায়ী অতিরিক্ত কোরবানির গোশত আমাদের এ আয়োজনে প্রেরণ করেছে।

পুরো আয়োজন এত সুন্দর ও সহজভাবে সম্পন্ন করায় আয়োজন সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর একটি উদ্যোগ