Event Details

পিক-আপ ভ্যান খাবার বিতরণের জন্য

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে ২০২০ সালের ২৫ মে থেকে শুরু করে, পরবর্তীতে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ১২ জুন ২০২২ থেকে ধারাবাহিকভাবে খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে, পরবর্তীতে মাসে ৪ শুক্রবার এবং লকডাউনে প্রতিদিন চলমান ছিল। একই সঙ্গে ২০২১ ও ২০২২ সালের পবিত্র রমাদানে পুরো পবিত্র মাস জুড়ে পরিচালিতে হয়েছে । 

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত "আমরা কিংবদন্তী ফাউন্ডেশন" এর পক্ষ থেকে বর্তমানে প্রতি শুক্রবার এবং বিশেষ দিনগুলোতে অসহায়, ছিন্নমূল, ও অসুবিধাগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

২০২২ সালের রমাদানে ধানমন্ডি ও উত্তরা দুইটি স্পট থেকে প্রতিদিন প্রায় সাড়ে চারশত থেকে পাঁচশত বক্স রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পুরো রমাদানে মোট ১৫,০০০ এর অধিক বক্স রান্না খাবার বিতরণ করা হয়। ২০২১ সালের রমাদানে মালিবাগ স্পট থেকে এ বিতরণ  এর পরিমান ছিল প্রায় ১০,০০০ বক্স রান্না খাবার।

কার্যক্রমকে চলমান রাখতে বর্তমানে প্রতিনিয়ত পরিবহন সমস্যায় পড়ছে স্বেচ্ছাসেবীরা। বিগত বছরগুলোতে স্বেচ্ছাসেবীরা নিজেদের প্রাইভেট কার বিতরণ কাজে দিলেও বর্তমানে যানজট ও কর্মব্যস্ততার কারনে অনেকে ইচ্ছা থাকার পরও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। একই সঙ্গে খাবারের পরিমান বেড়ে যাওয়ায় এখন চাইলে ও প্রাইভেট কারে বিতরণ সম্ভব হচ্ছে না।

এমতাবস্তায় এই সমস্যা নিরসন কল্পে আমরা নিজস্ব একটা পরিবহণ/ পিক-আপ ভ্যান এর এর স্বপ্ন দেখছি। আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসে এটা খুব সহজেই ব্যবস্থা করা সম্ভব, শুধু প্রয়োজন স্বদিচ্ছার। 

আপনাদের প্রতিষ্ঠানের CSR ফান্ড থেকেও সাহায্যের  হাত বাড়িয়ে দিতে পারেন। 

"মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে"।